চককীর্তি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে রাস্তার পার্শে নুরুল ইসলামের গলিতে ১৪ মাথা খাজুরের গাছটি অবস্থিত। এই গাছটি আনুমানিক ৩০ বৎসর পূর্বে গাছটি আগুনে পুড়ে যায়। তার পর কিছুদিন পরে গাছটির মাথায় নতুন চারা গছে। স্থানীয় লোকজনের নজরে বিষয়টি আসলে মালিক দূর্বল চারাগুলো কেটে ফেলে এবং সবল চারার মধ্যে ১৪টি চারা রেখে দেয়। সে থেকে এলাকার নাম ১৪ মাথা নামে পরিচিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS